দু-একদিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন ডন
চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের সফল থাকার সময়ে হঠাত রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেন। লাশ হাতে পাওয়ার পর থেকে ধারনা তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তার পরিবার দাবি করেন তাকে হত্যা করা হয়েছে।
জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যু দীর্ঘ ২৯ বছর পর নতুন করে তদন্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। গত ২১ অক্টোবর রমনা থানায় ১১ জনকে আসামি করে মামলা করেন তার মামা। এর মধ্যে তার বন্ধু ডন, সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ, লতিফা হক লুসি সহ আরো কয়েক জনের নাম রয়েছে। ডন পুলিশের কাছে আত্মসমর্পন করবেন এক-দুই দিনের মধ্যে যানা যাই। ডন জানাই সবাই বলে আমি নাকি পালাই যাবো ৩০ বছর যখন পালানি এখনো পালাবো না। আমি বাসাতে আছি বাসা থেকেই আত্মসমর্পণ করবো।
আরো বলেন, আমি অভিনয়কে ভালোবাসি সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম অভিনয়ে সুযোগ পাওয়ার আশায়। মা-বউয়ের ভালোবাসা না পাওয়ায় আমি সাথে ছিলাম। তাকে বন্ধু হিসেবে সব সময় ভালো রাকার চেষ্টা করেছি। সেই তার জন্য আমার বারোটা বেজে গেছে আমি ঘুরে দারাতে পারিনি। তাকে ভালোবাসি তাই সব মেনে নিয়েছি। অনেকে আত্মহত্যা করেছে কিন্তু আমি করিনি। আমি আত্মহত্যা করলে সবাই কি খুশি হবে। তবে একটা কথা বলবো উপরে একজন আছে জানি না সত্য দেখে যেতে পারবো কি না।
