মৃত্যুর রহস্য উন্মোচনের মুখে নিখোঁজ সামিরা ও ডন


 

দীর্ঘ ২৯ বছর পর আবারো নতুন করে আলোচনায় এসেছে স্বপ্নের নায়কের মৃত্যুর রহস্য।
২৯ বছর পর আদালত অবশেষে সালমান শাহর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন।মহানগর  দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আর্দেশ দিয়েছেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা জান।এই মৃত্যু নিয়ে অনেকের অনেক মতামত ছিলো কিন্তু তা কোনো তদন্ত করা হয়নি। তার মামা কুমকুম আদালত নতুন আর্দশে রমনা থানায় মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক,খল নায়ক ডন সহ আরো ১১ জন এর নামে মামলা করা হয়।


সালমান শাহর পরিবারের বরাবরই দাবি নায়ককে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরী অভিযোগ করলে পুলিশ তা অপমৃত্যুর মামলা বলে চালিয়ে দেন।পুলিশ জানান হত্যা প্রমাণিত হলে মামলা হত্যা মামলায় রুপান্তরিত করবেন। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবার তার স্ত্রী সামিরাকে অভিযোগ নিশানায় রাখেন। আর সামিরা আত্মহত্যা বলে দাবি করেন।
এক সাক্ষাৎকারে সামিরা বলেন সালমান আগে তিনবার আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি আরো বলেন এই সবই তার বিয়ের আগে ঘটেছিল। নতুন মামলা নির্দেশের পর চার দিন থেকে সামিরাকে খুঁজে পাওয়া যায়নি। সব রকম যোগাযোগ বন্ধ করে রেখেছেন ফোন নাম্বার ও বন্ধ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url