সালমান শাহ'র মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন শাবনূর

 

সোমবার  সন্ধ্যায় শাবনূর তার ভেরিফায়েড প্রোফাইলে সালমান শাহর সঙ্গে নিজের নাম জড়িয়ে মিথ্যা তথ্যের নিন্দা জানান। সেই সঙ্গে নায়িকা নিজের জীবনের অভিজ্ঞতাও শেয়ার করেন।
শাবনূর আরো জানান, সালমান শাহর অকাল মৃত্যুতে ব্যক্তিগতভাবে গভীর ক্ষতির সম্মুখীন হন। ওই সময়  সফল জুটি ছিলাম দেখে অমন করা হয়েছে আমাদের সাথে । নিজেদের দোষ আড়াল করতেই উদ্দেশ্যমূলকভাবে নায়িকার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে।


ফেসবুক পোস্টে  শাবনূর জানায়, ২৯ বছর আগে কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে ২১ অক্টোবর রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার মামা। বিদেশে অবস্থানকালীন আমি সংবাদ মাধ্যমের জানতে পারি।
অনেকেই  বিষয়টি আমার থকে জানতে চাইতেন। তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারা পর্যায়ে  তাই শুরুতে আমি এ নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু দুঃখজনকভাবে দেখতেছি কিছু মানুষ  অসৎ উদ্দেশে সালমান আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর ও ভ্রান্ত তথ্য প্রচার করতেছে মামলা থেকে সরানোর জন্য।
আমরা একসাথে প্রায় ১৪টি ছবিতে কাজ করেছি। সালমান ছিল একজন জনপ্রিয় ভালো মনের মানুষ। অসাধারণ শক্তিমান এবং প্রতিভাবান নায়ক। নিঃসন্দেহে বলতে পারি তার সাথে কাজ করে আমার অভিনয়  ক্যারিয়ার বিকশিত হয়ে উঠেছে।


সালমান শাহর মৃত্যুতে আমি ব্যক্তিগত ভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের জুটির সাফল্য এক সময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়ে ছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তোবা নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলক ভাবে আমার সাথে সালমান শাহর  সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে যেনো নিজেরা বাঁচতে পারে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url