দীর্ঘ সময় পর দেখা মিলল নিপুনের
দীর্ঘ দিন আড়ালে থাকার পর অবশেষে দেখা গেল চলচ্চিত্রের নাইকা নিপুন কে। গত শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহের ছেলের বিয়ে দাওয়াতে আসেন এই নায়িককে। এসেই আলোচনাই নায়িকা।
সম্প্রতি নায়িকা পলির
ইউটিউব শর্টসে নিপুণকে দেখা যায়। ঐখানে নায়িকা রোজিনা ও পলির সাথে কোলাকুলি
করেন। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টের পর নিপুণ অনেকটা হারিয়ে যান। মাঝেই
যুক্তরাজ্যে যাইতে চেষ্টা করে ব্যর্থ হন বিমান বন্দর থেকে ফিরিয়ে দেন।
গোয়েন্দা সংস্থার কারনে বিদেশযাত্রা বন্ধ হয়ে যায়। যার কারনে তাকে
প্রকাশ্যে দেখা যায়নি।
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পরে শিল্পী সমিতি আজীবনের জন্য নায়িকা নিপুণকে বহিষ্কার
করেন।এ বছরের শুরুতে সমিতি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দীর্ঘ সময় পর দেখা মিলল নিপুনের
